১ সেপ্টেম্বর খুলে দেয়া হবে কুমিল্লার সব পার্ক ও বিনোদন কেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২০

করোনার কারণে বন্ধ থাকা কুমিল্লার সব পার্ক, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলো আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে এসব বিনোদন কেন্দ্র পরিচালনা করতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কুমিল্লার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, দর্শনার্থীরা যাতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে পার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশ করেন এ বিষয়টি সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে। বিনোদন কেন্দ্র ও পার্কসহ জনসমাগম স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না সে বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করবে।

সভায় সভাপতিত্ব করেন- জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার। সভায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।