সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং, ফরহাদ একাডেমি সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২০

সরকারি নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইল শহরের কলেজ গেটে কোচিং সেন্টার পরিচালনার দায়ে ফরহাদ ক্যাডেট একাডেমি সিলগালা ও কোচিং সেন্টারের চেয়ারম্যানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাইদ্দিন আইয়ুবীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কোচিং সেন্টারের চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টার সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় ১৮৬০ সালের দণ্ডবিধি ১৮৮ এবং ২৬৯ ধারায় ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরিফ উর রহমান টগর/এএম /এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।