পদ্মায় মাছ ধরার নৌকা ডুবে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মাঝামাঝি স্থানে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শরীফ (৩২) নামে একজন নিখোঁজ রয়েছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, বুধবার সকাল ১০টার দিকে শরীফসহ মোট তিনজন পদ্মায় মাঝ ধরছিলেন। পরে ঝড়ো বাতাসে তাদের নৌকা ডুবে গেলে শরীফ নিখোঁজ হন।

এ ঘটনায় অপর দু’জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। তবে তারা রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও সেখানে কিছু পাওয়া যায়নি বলে ওই কর্মকর্তা জানান।

বি.এম খোরশেদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।