অপারেশনের ২৩ ঘণ্টা পর রোগীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৬ আগস্ট ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি একটি হাসপাতালে অপারেশনের ২৩ ঘণ্টা পর মঞ্জু মিয়া (৪২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মির্জাপুর সদরের কুমুদিনী হাসপাতাল রোডের মির্জাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মঞ্জু মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের গয়েজ শিকদারের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, মুঞ্জু মিয়া পায়খানার রাস্তায় ব্যথাজনিত অসুস্থতা নিয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মির্জাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা করেন। বিকেল সোয়া ৫টার দিকে তার পায়খানার রাস্তায় অপারেশন করা হয়। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার মরদেহ বাড়ি নিয়ে যান।

মির্জাপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক উপজেলা সদর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আলম মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন তিনি বাসায় নেই।

মির্জাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক আনোয়ারুল কাদের সাইদ ও ডা. মনোয়ার হোসেন জানান, মঞ্জু মিয়ার পায়খানার রাস্তায় ব্যথাজনিত এনালফিসার সমস্যা নিয়ে ভর্তি হন। তার হার্টেও সমস্যা ছিল। পায়খানার রাস্তায় অপারেশনের পর তার অবস্থার উন্নতি হয়। বুধবার বিকেলে হঠাৎ তার মৃত্যু হয়।

এস এম এরশাদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।