প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম, বিলে মিলল অর্ধগলিত লাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৭ আগস্ট ২০২০
ফাইল ছবি

সোলাইমান হোসেন (২১) নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে পুলিশ অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।

সোলাইমান মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের মো. গর্জন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ দিন আগে সোলাইমান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোলাইমানের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। ৪ দিন আগে সোলাইমান নিখোঁজ হন। বুধবার বিকেলে ভাতকুড়া বিলে অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সন্ধ্যার পর পুলিশ গিয়ে সুরতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজীম জানান, মৃতদেহটি পচে গেছে। কয়েকদিন আগেই তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ আজ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরকীয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।