হাসপাতালের অ্যাম্বুলেন্সে মাদক পাচার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:০০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের কোতোয়ালি থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে রাতে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আসতে দেখে গতি রোধ করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। অ্যাম্বুলেন্স চালকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিলেন। তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত এটা জানা ছিল না।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।