করোনাকালে স্কুল খোলা রাখায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ীতে করোনাকালে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল।

এর মধ্যে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ২০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, করোনাভাইরাসের কারণে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা অমান্য করে একাডেমিক কার্যক্রম চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মিজানুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।