মাকে কুপিয়ে হত্যার পর ছেলের আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২০
ঘাতক ছেলে রাসেল

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনায় মাকে কুপিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. রাসেল (২৮) নামে এক যুবক। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদারকুমুল্লি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম সেলিনা বেগম (৫০)। তিনি ওই এলাকার বছির উদ্দিনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, দুপুরে রাসেল অতিরিক্ত গরুর মাংস খান। এতে তিনি অস্বস্থিবোধ করলে তার মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে (২২) সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে আসেন। বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে যান তারা। বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সঙ্গে তুলনা করে কটূক্তি করেন। এ সময় রাসেল ক্ষিপ্ত হয়ে মা সেলিনা বেগমকে দা দিয়ে কোপাতে থাকেন। তার স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন। রাসেল বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে পুলিশি হেফাজতে নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।