মুক্তিযোদ্ধাদের ওপর হামলা : এমপি মোস্তাফিজকে বহিষ্কারের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০
মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে শরীয়তপুরে সমাবেশ

চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে শরীয়তপুরে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ছাত্তার খানের উদ্যোগে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের অংশগ্রহণে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার। এতে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ শিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. দুলাল ছৈয়াল।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে আহত করেছে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সন্ত্রাসী বাহিনী। হামলার নির্দেশদাতা মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল এবং আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কারসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। একই সঙ্গে দেশের সব মুক্তিযোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দ আহমেদের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়া, মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদ সদস্যের অবমাননাকর মন্তব্য এবং বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মো. ছগির হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।