আঁধারে আলোর দিশা ‘দানবীর মহেশ চন্দ্র বিদ্যাপীঠ’
জমিদার মহেশ চন্দ্র ভট্টাচার্য তার জীবদ্দশায় দানবীর ও শিক্ষানুরাগীর খেতাব পেয়েছিলেন। মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিজ অর্থে গড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এবার প্রয়াত সেই জমিদারের নামে তার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে গড়ে তোলা হয়েছে ‘দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ’ নামে একটি কলেজ। ইতোমধ্যে কলেজটি পাঠদানের অনুমতিও পেয়েছে। সবুজে ঘেরা কলেজটি এখন বিটঘর গ্রামের মানুষের কাছে আঁধারে আলোর দিশা হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিটঘর গ্রামের জমিদার মহেশ চন্দ্র ভট্টাচার্যের দর্শন ছিল- একমাত্র শিক্ষাই মানুষকে মুক্তি দিতে পারে, করে তুলতে পারে আত্মনির্ভর। আর তাই জীবদ্দশায় দেশের বিভিন্ন স্থানে তৈরি করেন নানা শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে কুমিল্লায় ঈশ্বর পাঠশালা ও দাতব্য চিকিৎসালয় এবং মায়ের নামে গড়ে তোলেন রামমালা গ্রন্থাগার, রামমালা ছাত্রাবাস ও নিবেদিতা ছাত্রীনিবাসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে এখনও জ্ঞানের আলো ছড়াচ্ছে।
দীর্ঘদিন ধরেই শিক্ষানুরাগী জমিদার মহেশ চন্দ্র ভট্টাচার্যের নিজ জন্মস্থানে তার নামে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। কিন্তু সেই দাবি পূরণে এগিয়ে আসেনি কেউ। এবার মানুষের দাবির প্রেক্ষিতে কলেজ তৈরি করেছেন বিটঘর গ্রামের ব্যবসায়ী মো. মুন্তাসির মহিউদ্দিন অপু। মহেশ চন্দ্র ভট্টাচার্যের দর্শনে উদ্বুদ্ধ হয়েই সম্পূর্ণ নিজ অর্থায়নে কলেজটি করেছেন তিনি। জমিদার মহেশ চন্দ্র ভট্টাচার্যের প্রয়াণের ছয় যুগ পর তার নামানুসারে বিটঘরে গড়ে উঠেছে দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধন ও ছাত্র-ছাত্রী ভর্তির অপেক্ষায় আছে কলেজটি।

বিটঘর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, জমিদার মহেশ চন্দ্র ভট্টাচার্য সারাজীবন মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। মহান এই শিক্ষানুরাগীর নামে তার জন্মস্থানে একটি কলেজ করার জন্য দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবির প্রতি কেউই কর্ণপাত করেনি। অবশেষে ছয় যুগ পরে হলেও মহেশ চন্দ্র ভট্টাচার্যের নামে কলেজ হয়ছে তার জন্মস্থানে। এই কলেজ শুধু বিটঘর গ্রামের জন্যই নয়, আশপাশের গ্রামের বাসিন্দাদের জন্যও আলোর দিশা। এজন্য ব্যবসায়ী মুন্তাসির মহিউদ্দিন অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মো. মুন্তাসির মহিউদ্দিন অপু বলেন, দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্যই একমাত্র জমিদার যিনি নিজের সব অর্থ দিয়ে শিক্ষার আলো ছড়াতে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই মহান ব্যক্তির স্বপ্ন বাস্তবায়ন করতেই তার নামানুসারে কলেজটি করেছি। এতে করে মহেশ চন্দ্র ভট্টাচার্যের মতো একজন মহান শিক্ষানুরাগীর প্রতি জাতির ঋণ কিছুটা হলেও শোধ হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম