কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে অচলাবস্থা, ঘাটে আটকা ৩ শতাধিক যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

গত চারদিন ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে অচলাবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফেরি চলাচল না করায় ঘাটে আটকে আছে পণ্যবাহী ট্রাক ও পরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট ব্যবহার করা হচ্ছে। তবে এখনও ঘাটে আটকে আছে তিন শতাধিক যানবাহন।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীতে নাব্য সঙ্কটের কারণে মাঝ নদীতে দুটি ফেরি আটকে যায়। এরপর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

jagonews24

এদিকে ১১টি ড্রেজার দিয়ে পদ্মা নদীর লৌহজং ও চায়না চ্যানেলে ড্রেজিং কার্যক্রম চলছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট পদ্মা নদীতে চলাচল করছে। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, পদ্মা নদীতে নাব্য সঙ্কট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও চালকদের বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।