মির্জাপুরে পাইপ ফেটে বের হচ্ছে তিতাসের গ্যাস
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস লাইনের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। মির্জাপুর পৌর সদরের বাইমহাটী এলাকার উপজেলা কমপ্লেক্সের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পাশে এ দৃশ্য দেখা গেছে।
মির্জাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, গ্যাস লাইনের পাইপ ফেটে মাটি ও পানি ভেদ করে গ্যাস বের হচ্ছে। দীর্ঘদিন ধরে গ্যাস বের হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। পাইপ ফেটে বের হওয়া গ্যাস থেকে নারায়ণগঞ্জের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মো. সুরুজ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করা হবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের তল্লা মসজিদে গত শুক্রবার এশার নামাজের পর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩৭ জন অগ্নিদগ্ধ হন। এতে ২৮ জন নিহত ও বাকি নয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছটফট করছেন। আহতদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইউনিটে।
এস এম এরশাদ/এএম/এমএস