রাস্তায় লোহার সিন্দুক ফেলে গেল কে?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকা থেকে তালাবদ্ধ অবস্থায় একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সেতুপূর্ব পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন পেয়ারা বাগান থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়।

সিন্দুকের পাশে মাদারীপুরের রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের বিয়ে রেজিস্টারের ফটোকপি পাওয়া যায়। পুলিশের ধারণা লোহার সিন্দুকটি দর্শনা থেকে চুরি করে চোরেরা ফেলে যায়। সিন্দুকটি নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর রেলক্রসিং সংলগ্ন এলাকায় ফেলে চলে যায় চোরেরা। সিন্দুকটি তালাবদ্ধ। সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিয়ের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। বিয়ের রেজিস্টারে মাদারীপুরের রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে। সিন্দুকের মালিককে খবর দেয়া হয়েছে। সিন্দুকের মালিক ঘটনাস্থলে এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।