ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০১:৩০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে সদর পর্যন্ত ঢাকার দিকে প্রায় ৮ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়। তবে টাঙ্গাইলের দিকে স্বাভাবিক যানবাহন চলাচল করছে।

জানা গেছে, শুক্রবার দুপুরের পর থেকে মহাসড়ক ও গোড়াই-সখীপুর সড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বাড়তে থাকে। মহাসড়কের গোড়াই এলাকায় খানাখন্দ রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

মহাসড়কের গোড়াই-সখীপুর এলাকায় যানবাহন পৌঁছালে গতি কমে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। যানজট একপর্যায়ে উপজেলা সদরের পোস্টকামুরী পর্যন্ত আসে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কের গোড়াই নামক স্থানে খানাখন্দ রয়েছে। হাইওয়ে পুলিশ একাধিকবার ইট ফেলে ভরাট করেছে। যানবাহনের চালকরা ওই স্থানে এসে গতি কমিয়ে দেয়। এছাড়া যানবাহন বিকল হয়ে পড়ে। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এস এম এরশাদ/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।