দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে ডুবে গেল দুই ভাই

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নারগুন ডাঙ্গীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, নারগুন ইউনিয়নের সিসমত দৌলতপুর গ্রামের আজিব উদ্দিনের বাবা জাল দিয়ে মাছ ধরতে বাড়ির পাশেই ডাঙ্গীপুকুরে যান। তখন আজিব উদ্দিনের দুই ছেলে নাহিদ হোসেন (৮) ও আব্দুল (৫) দাদার পেছনে পেছনে যায়। একপর্যায়ে একটি খালে জমে থাকা বৃষ্টির পানিতে দাদার অজান্তে পড়ে যায় নাহিদ ও আব্দুল। খোঁজাখুঁজির পর দুজনকে সেখানে ভাসতে দেখেন স্বজনরা। উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলী বলেন, এমন মর্মান্তিক ঘটনা ঘটে শুধু সচেতনতার অভাবে। তাই পরিবারের লোকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। রাতেই পারিবারিক গোরস্থানে দুই ভাইকে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান।
এফএ/জেআইএম