বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও দুর্লভপুর ইউনিয়নের পারকালোপুর গ্রামের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ (৩২)।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিকেলে বৃষ্টির সময় বুলবুল ঘরের পেছনে থাকা গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। অন্যদিকে কানসাট বহলাবাড়ী গ্রামের রুহুল আমিন পার্শ্ববর্তী বিলে মহিষ চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাদের তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।