১২ বছর আগে ছাড়াছাড়ি, সাবেক স্ত্রীর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক স্ত্রীর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসমাঈল হোসেন নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। ঘাতক ইসমাঈল হোসেনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের ছুম্বা বেগমের সঙ্গে ভানাইকুশলী গ্রামের আফাজউদ্দিনের ছেলে ইসমাঈল হোসেনের বিয়ে হলেও ১২ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

পরে রংপুরের আশরাফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ছুম্বা বেগমের। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে পাইকড়তলী গ্রামে ছুম্মার বর্তমান স্বামী আশরাফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার সাবেক স্বামী ইসমাঈল।

স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।