শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

নাব্য সঙ্কটে বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট সূত্রে জানা যায়, গত চার মাস ধরে পদ্মা নদীতে নাব্য সঙ্কটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক দফায় ফেরি চলাচল বন্ধও রাখা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে ফেরি কাকলি কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছায়। এরপর বিকেল সাড়ে ৫টায় ফেরি ক্যামেলিয়া, ফেরি কুমিল্লা ও ফেরি কাকলি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, পানি কমতে থাকায় নাব্য সঙ্কটের কারণে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার বিকেল থেকে সীমিত আকারে ফেরি চালু করা হয়েছে। নৌপথটি স্বাভাবিক হলে ধীরে ধীরে সব ফেরিই চালু করা হবে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।