প্লাজমা দিলেন সিরাজগঞ্জের করোনাজয়ী ১৭ পুলিশ
করোনায় আক্রান্তদের চিকিৎসার্থে প্লাজমা দিয়েছেন সিরাজগঞ্জের করোনাজয়ী ১৭ পুলিশ সদস্য। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে প্লাজমা দেন তারা।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাসিবুল আলম বলেন, প্লাজমা দানকারী ১৭ পুলিশ সদস্যের মধ্যে পাঁচজন কর্মকর্তা ও ১২ জন কনস্টেবল রয়েছেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে জনগণের সেবায় কাজ করছে পুলিশ। করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। আবার করোনা জয় করে আসা পুলিশ সদস্যরা অন্যদের চিকিৎসার্থে প্লাজমা দিচ্ছেন।
তিনি বলেন, সিরাজগঞ্জের মোট ১৩২ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে ফিরেছেন ১১৩ জন। গত ১৪ সেপ্টেম্বর আক্রান্ত পুলিশ সদস্যদের এন্টিবডি পরীক্ষার জন্য রক্ত নেন রাজারবাগ পুলিশ হাসপাতালের টেকনিশিয়ানরা। এর মধ্যে ১৭ জনের শরীরে এন্টিবডি থাকায় রোববার প্লাজমা দিলেন তারা।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর