গরু চরাতে গিয়ে প্রাণ গেল বজ্রপাতে
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মো. রেজাউল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পদ্মা নদীর ১নং বাঁধের কাছে গরু চরাতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন।
নিহত রেজাউল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম