এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেরা হতে চলেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

করোনাযুদ্ধের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর রয়েছে এবং প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সেরা হতে চলেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেনারের হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুটি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুম কনফারেন্সে যুক্ত হন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় বিভিন্ন ব্যবস্থা নেয়ার ফলে এখন জেলাবাসীকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে না। তবে করোনামুক্ত থাকার জন্য ব্যক্তিগত সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. এম মুনসুর আলম খান। এতে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন।

আসিফ ইকবাল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।