চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একদিনের ব্যবধানে সাপের কামড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার কলকলিয়া গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) ও সুজনের শিশু কণ্যা আশা (১০) ।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারা সাপের কামড়ে আক্রান্ত হয়।

ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আন্টু জানান, শনিবার রাতে সুজনের স্ত্রী তার শিশু কন্যা আশা ও ছেলেকে নিয়ে ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে আশার চিৎকারে বুঝতে পারে সাপে কামড় দিয়েছে। পরে তার মৃত্যু ঘটে। রোববার তার লাশ দাফন সম্পন্ন হয়।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে একই গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) পাশ্ববর্তী নদীতে মাছ ধরছিলেন। কাজ শেষে নদীর পাশে জেলেদের বিশ্রাম ঘরে শুয়ে থাকার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।

বর্তমানে সাপের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই এলাকার মানুষ।

আব্দুল্লাহ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।