ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্য, বাড়িছাড়া প্রতিপক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মতি ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৃদ্ধের মাদকাসক্ত ছেলে তার বাবাকে হত্যা করে প্রতিপক্ষকে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। মামলায় আসামি হওয়ার পর থেকে বাড়িছাড়া হয়ে আছেন প্রতিপক্ষের লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ মতি ভূঁইয়ার মৃত্যু হয়।

তার পরিবারের অভিযোগ, প্রতিবেশী জামির হোসেন ও রহিম মিয়ার সঙ্গে পূর্ববিরোধের জেরে তারা মতিকে পিটিয়ে হত্যা করেছেন। তবে অভিযোগ মিথ্যা দাবি করে মতির মাদকাসক্ত ছেলে রুবেলই তাকে মেরেছেন বলে পাল্টা অভিযোগ করছেন জামির ও রহিম।

এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর মতির আরেক ছেলে মো. রাকিব বাদী হয়ে জামির ও রহিমসহ ১১ জনের বিরুদ্ধে হ্যতা মামলা করেন। মামলার পর থেকে আসামিপক্ষের লোকজন বাড়িছাড়া। এ সুযোগে তাদের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

রুবেলের মাদক সেবন ও কারবারে বাধা দেয়ার কারণে প্রায়ই রহিম ও জামিরকে মামলায় ফাঁসানোর হুমকি দিতেন। বৃদ্ধ মতি মিয়ার মৃত্যুর কয়েকদিন আগে জামির বিজয়নগর থানায় অভিযোগও দিয়েছেন।

jagonews24

নাম প্রকাশ না করার শর্তে মতি ভূঁইয়ার কয়েকজন প্রতিবেশী জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক কারবারে যুক্ত। এ নিয়ে তার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। ইতোপূর্বে রুবেল তার বাবার গায়েও হাত তুলেছেন। ২৩ সেপ্টেম্বর দুপুরে রুবেলই মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবাকে পেটায়। এ ঘটনার পরদিন মতির মৃত্যু হয়।

তবে রুবেল মিয়া বলেন, বাড়ির জায়গা নিয়ে রহিম ও জামিরের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এর জের ধরে ওই দিন হঠাৎ করে রহিমের ছেলে রিফাতসহ ১২-১৪ জন এসে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেন। আসামিপক্ষের ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বাড়ির সীমানা নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা চলছে। এর জের ধরেই এই হত্যকাণ্ড ঘটেছে কি-না সেটি আমরা তদন্ত করে দেখছি।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।