সাতক্ষীরায় ৯৪ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০

সাতক্ষীরা সীমান্তের বৈকারী এলাকা থেকে দেড় কেজি স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে সীমান্তের পিলার ৭/৪৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বৈকারী নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারী সাব্বির হোসেন (১৮) বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন অর-রশিদের ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারী সাব্বির হোসেনকে একটি সুজুকি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে তল্লাসী করে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৫৭০ গ্রাম।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।