নদীতে গোসলে নেমে প্রাণ গেল কর আদায়কারীর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ জেলার শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী
শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে নূর মোহাম্মদ তর্ত্তিপুর নদীতে গোসল করতে যায়। এ সময় তিনি ডুব দিয়ে আর ওঠেননি।
পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম