চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিনজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জেলার গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।
এর মধ্যে দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার ফেরদৌসী (৩৫) নামে এক নারী পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন। তিনি হুজরাপুর মহল্লার মৃত তৈমুরের মেয়ে।
এছাড়াও গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়ারী গ্রামের মিনাজ উদ্দিন স্ত্রী তানিয়া বেগম (১৯) মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে অভিযানে নেমেছে।
এদিকে নাচোল উপজেলায় আনিকা আঞ্জুমান (৫) নামে এক শিশু বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে মারা গেছে। নিহত আনিকা উপজেলার নাচোল ইউনিয়নের জোনাকীপাড়া গ্রামের বাবুল আলির কন্যা।
নাচোল থানার সেকেন্ড অফিসার শিশির চন্দ্র জানান, দুপুর দেড়টায় আনিকা বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মা আছিয়া বেগম মেয়েকে বাড়ির পাশের ডোবায় পান। তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ জেলার শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী।
শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সাদিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে নূর মোহাম্মদ তর্ত্তিপুর নদীতে গোসল করতে যান। এ সময় তিনি ডুব দিয়ে আর ওঠেননি। পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম