আবর্জনা থেকে শিশু উদ্ধার, নিতে পারবেন শিক্ষক বা সরকারি চাকরিজীবী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৪ অক্টোবর ২০২০

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলখালী রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় মৎস্য চাষী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মন্ডল মৎস্য ঘেরে যাওয়ার পথে গোলখালী মহাশ্মশান থেকে ১০০ গজ দূরে আবর্জনাযুক্ত জায়গায় একটি কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতরে কান্নার শব্দ শুনতে পান। তারা এগিয়ে গিয়ে ব্যাগের ভেতরে একটি নবজাতক ছেলে শিশুকে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা নবজাতক শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, নবজাতক শিশুটি সুস্থ আছে। ৩-৪ ঘণ্টা আগে তার জন্ম হতে পারে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, বাচ্চাটি দত্তক দেয়া হবে। তবে সন্তান নেয়ায় অক্ষম, পিতা-মাতাকে আবেদন করতে হবে। শিক্ষক কিংবা সরকারি চাকরিজীবীরা অগ্রাধিকার পাবে।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।