জামালপুরে পাটের গুদামে আগুন


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৪

জেলা সদরের নান্দিনা বাজারে বুধবার সন্ধ্যায় একটি পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টায় নান্দিনা বাজারের অ্যাডভোকেট মরহুম আবুল কাশেমের পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত গুদামে ছড়িয়ে পড়ে।

আগুনে স্থানীয় পাট ব্যবসায়ী হায়দর আলী ও তার ভাই মোহাম্মদ আলীর বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। পাশাপাশি ওই ঘরে থাকা ইউরিয়া সারও পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।