মোমবাতি জ্বেলে ধর্ষণের প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৭ অক্টোবর ২০২০

জয়পুরহাটসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলার ছাত্র সমাজ।

মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেন।

jagonews24

রাতে প্রায় ঘণ্টাব্যপী এই মোমবাতি প্রজ্জ্বলন চালাকালে বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাহুল শর্মা, আল হোসাইন রাব্বি ও তারিক আজিজ তায়েফ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, মধ্যপ্রাচ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সে রকম বাংলাদেশেও আইন সংস্কার করে একই বিধান প্রণয়ন দরকার। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান বক্তারা।

রাশেদুজ্জামান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।