দাওয়াত খেয়ে একসঙ্গে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৮ অক্টোবর ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় নাহিদ হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা বেগম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পাঁচবিবি-ডুগডুগি সড়কের মোলান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাহিদ হাসান উপজেলার বারোকান্দ্রী গ্রামের আলী আহম্মেদের ছেলে। আহত আকলিমা নাহিদ হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনসুর রহমান জানান, দুপুরে নাহিদ তার স্ত্রী আকলিমা বেগমকে নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে উপজেলার ধাওয়া এলাকা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মোলান বাজারে দ্রুতগামী মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান অটোভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।