চাঁদপুরে আ.লীগে সংশয়, বিএনপিতে ঐক্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপু
প্রকাশিত: ১০:১০ পিএম, ০৮ অক্টোবর ২০২০

চাঁদপুর পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ বারের মতো ভোটারের দরজায় কড়া নাড়ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বিশ্রামহীন গণসংযোগ করে যাচ্ছেন। বসে নেই বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝিও।

নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, জিল্লুর রহমান জুয়েল ক্লিন ইমেজের কারণে তরুণ ও যুব সমাজের কাছে বেশ জনপ্রিয়। অপরদিকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে আক্তার হোসেন মাঝির পক্ষে গণসংযোগ করে যাচ্ছেন। দেশের অন্যতম বড় দল হওয়ার কারণে বিএনপির নিজস্ব কিছু ভোট আছে বলে মনে করছেন তারা। এটিকেই পুঁজি করে বিএনপি নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছে।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী জুয়েলের পক্ষে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় দেখা গেলেও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এখনও নির্বাচনী মাঠে কোনো গণসংযোগ করতে দেখা যায়নি। যা নিয়ে জনমনে কিছুটা সংশয় বিরাজ করছে।

যদিও তারা কয়েকবার ব্রিফিংয়ের মাধ্যমে নৌকা মার্কায় ভোট চেয়েছেন এবং নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

কয়েকজন সিনিয়র নেতার গণসংযোগে অংশ না নেয়ার বিষয়টি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের। কেননা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল একজন তরুণ, উদীয়মান ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে তার একটি সুনাম রয়েছে।

চাঁদপুর পৌরবাসী এখন তাদের পছন্দের প্রার্থীকে পৌর অভিভাবকের আসনে দেখার অপেক্ষায় রয়েছে। আগামী ১০ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।