গাছে ধাক্কা লেগে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৯ অক্টোবর ২০২০
ফাইল ছবি

ঠাকুরগাঁও সদরের রুহিয়ার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় গাছে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মো. সিদ্দিক (৩৪) ও একই এলাকার কাবেদ আলীর ছেলে সুমন আলী (৩২)।

১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘোরাতে গিয়ে গাছে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সিদ্দিক নিহত হন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মো. সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।