চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:২৭ এএম, ১০ অক্টোবর ২০২০

ফেনীর ছাগলনাইয়ায় চার বছরের শিশুকে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে ইমন ফারুক বাদশা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ইমন মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের উত্তরপাড়ার মৃত রবিউল হকের ছেলে। তিনি সম্পর্কে শিশুটির আপন চাচা।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর দুপুরে শিশুটি খেলাধুলা করার সময় তার চাচা ইমন চিপস কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ইমন পালিয়ে যান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে গত ৮ অক্টোবর রাতে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুক্রবার বিকেলে স্বজনরা সোনাগাজীতে পালিয়ে থাকা ইমনকে কৌশলে ছাগলনাইয়ায় ডেকে এনে পুলিশে সোর্পদ করেন।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।