রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গুলিতে বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয় (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বসন্ত তঞ্চঙ্গ্যা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস দলের কর্মী ছিলেন।

রোববার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

চন্দ্রঘোনা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইলে চালাতেন। আজ (রোববার) সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে তাকে। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।