দিনাজপুরে শিশুসহ ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে ডুবে এক শিশু ও ফুলবাড়ীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে চিরিরবন্দর অমরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হাচান আলীর ছেলে মো: সিয়াম (৭) কাকড়া নদীতে চাচাতো ভাই আবিদসহ গোসল করতে নামে। এ সময় তারা পানির নিচে কে কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে পারে এ প্রতিযোগিতা শুরু করে।

এরপর পানির নিচ থেকে আবিদ উঠে এলেও সিয়াম আর আসেনি। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর শিশু সিয়ামের মৃতদেহ উদ্ধার করে। চিরিরবন্দর থানা পুলিশের ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে ফুলবাড়ির জামগ্রামে রোববার সকালে ঘরের টিনের ছাউনি ঠিক করে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে প্রসেনজিৎ (২২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। প্রসেনজিৎ উপজেলার পানিকাটা গ্রামের পরিতোশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।