সড়কে প্রাণ গেল পুত্রবধূর, আহত শ্বশুর
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল অরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
রোববার (১৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার চারিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়মা জাহান প্রীতি বাজিতপুর উপজেলার বিলপাড় দোয়াইগাঁও গ্রামের মাইনুল হাসান মাসুমের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক কুতুব উদ্দিন তার শ্বশুর।
পুলিশ জানায়, ছেলের স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন কুতুব উদ্দিন। বেলা পৌনে ১১টার দিকে কটিয়াদী পৌরসভার চারিয়াকোনা এলাকায় পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই গৃহবধূ প্রীতি (২৩) নিহত হন। আহত কুতুব উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই মো. নজরুল ইসলাম বলেন, পিআকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে।
নূর মোহাম্মদ/এএম/এমকেএইচ