পূজামণ্ডপে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৬ অক্টোবর ২০২০
ফাইল ছবি

নীলফামারী জেলা সদরের দেবীডাঙ্গা পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৮) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না জেলা শহরের শান্তিনগর মহল্লার মজির আলীর ছেলে ও নুরুল ইসলাম ডেকোরেটরের কর্মচারী।

স্থানীয়রা জানান, দেবীরডাঙ্গা দুর্গাপূজার মণ্ডপের বিদ্যুতের লাইনে বিভ্রাট হলে মুন্না তা মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহমুদ-উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।