মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০
নিহত নাজিম উদ্দিন

ফেনী সদর উপজেলার ফরহাদনগরে ছোট ফেনী নদী থেকে মো. নাজিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকালে নিখোঁজ হওয়ার পর বিকেল ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফরহাদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, সকালে সুলতানপুর গ্রামের ইউসূফ মেম্বারের ছোট ভাই নাজিম বড়শি দিয়ে নদীতে মাছ ধরছিলেন। এ সময় অসর্তকতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে ভেসে যান। দীর্ঘক্ষণ স্থানীয়রা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা ধরে প্রচেষ্টার পর নদী থেকে নাজিমের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।