ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকসহ দু’জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৭ অক্টোবর ২০২০
ফাইল ছবি

নেত্রকোনায় ট্রাকচাপায় মাদরাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বাংলা ইউনিয়নের নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটোরিকশার চালক কমল মিয়া (৩৬) ও ঠাকুরোকোণা ইউনিয়নের নোয়ানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে অটোরিকশার যাত্রী মুফতি জসিম মিয়া (৩৮)। তিনি সতশ্রী সাদিয়া মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন।

গুরুতর আহত তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরোকোণা থেকে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিল। নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলাবাজারের পশ্চিম পাশে নয়াপাড়া নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কমল মিয়া ও যাত্রী মুফতি জসিম মিয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক পলাতক।

কামাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।