জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ অক্টোবর ২০২০

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার পুকুরে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মাদরাসার হাফেজ মাহফুজুর রহমান মঙ্গলবার (২৭ অক্টবর) সকালে মাদরাসার পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় দেশীয় মাছের সঙ্গে ওই মাছটি উঠে আসে। এরপর খবর পেয়ে উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন।

মাছটির মাথার অংশ দেখতে অনেকটা দেশীয় টেপা মাছের মতো এবং শোল মাছের মতো লম্বা। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ।

হাফেজ মাহফুজুর রহমান বলেন, মাছ ধরার সময় এই অপরিচিত মাছটি আমার জালে ধরা পড়ে। আমি এ ধরনের মাছ আগে কখনও দেখিনি। এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে, কিন্তু কেউ এর আগে কখনও এ ধরনের মাছ দেখেছে বলে জানা যায়নি। এই মাছটি খুই শান্ত প্রকৃতির। তবে মাছটির নাম সাকার ফিশ। এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরও আছে।

মৎস্য কর্মকর্তারা জানান, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। এটি অনেকে অ্যাকুরিয়ামেও রাখেন। এমন মাছ খুব একটা দেখা যায় না।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।