চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৮ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি

দিনাজপুর সদর উপজেলায় মুক্তার হোসেন (৩০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের ভাটিনা এলাকার গর্ভেশ্বরী নদীর পাশ থেকে মুক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুক্তার হোসেন সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের খাইবার আলীর ছেলে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পাশ থেকে একটি কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। সম্ভবত সেই কাঠের টুকরা দিয়েই নিহতের মাথায় আঘাত করা হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অচীরেই এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। চুরি হওয়া ইজিবাইক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

এমদাদুল হক মিলন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।