সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৯ অক্টোবর ২০২০

খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে সরকারি ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এক ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসানের আদালতে মামলাটি করেন দুদকের রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার।

খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদ হোসেন, হিসাবরক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার মো. জসিম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, উল্লেখিত আসামিরা একে অপরের যোগসাজশে ২০১৭ সালের জুন মাসে খাগড়াছড়ির তৎকালীন সিভিল সার্জন ডা. আব্দুস সালামের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের জন্য কার্যাদেশ দেন ও তিনটি চেকের মাধ্যমে ১১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকার ভুয়া বিল উত্তোলন করে দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।