শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ফেনীর পরশুরাম উপজেলায় শাপলা থেকে ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শারমিন আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। মৃত শারমিন স্থানীয় নিজকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সৌদিপ্রবাসী শামিমের কন্যা।
স্থানীয়রা জানায়, ওই শিশু সকালে ঘর থেকে বের হয়ে তার দাদার কাছে যাচ্ছিল। এ সময় বিজিবি ক্যাম্প সংলগ্ন পুকুরে শাপলা দেখে ফুল তুলতে গেলে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জানগর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে শিশুটির নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাশেদুল হাসান/এএম/পিআর