ফ্রান্সের সব পণ্য বর্জনের আহ্বান বঙ্গবীর কাদের সিদ্দিকীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ৩১ অক্টোবর ২০২০
হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদরক (সা.) কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন ওলামা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিভিন্ন এলাকা থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ওলামারা একত্রিত হন।

সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ইমাম-মুয়াজ্জিন এবং ওলামা পরিষদের মিছিলে যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।

মিছিলে যোগ দিয়ে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বঙ্গবীর। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের সব পণ্য বর্জনের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেয়ারও দাবি জানান কাদের সিদ্দিকী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন এলাকার ইমাম-মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামসহ সর্বস্তরের মুসলমান উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।