জেলের জালে ধরা পড়ল ঘড়িয়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০২ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে জেলের জালে বিপন্ন প্রজাতির একটি ঘড়িয়াল ধরা পড়েছে। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বরধুল বিলমহিষা গ্রামের ইসমাইল হোসেনের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। সোমবার (২ নভেম্বর) সকালে খবর পেয়ে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমায়।

বেলকুচি উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজাবত আলী বলেন, প্রথমে ঘড়িয়ালটি এলাকার একটি পুকুরে রাখা হয়। পরবর্তীতে সেটিকে যমুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Gharial

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, রোববার রাতে বেলকুচি উপজেলার বরধুল বিলমহিষা গ্রামের ইসমাইল হোসেনের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। খবর পেয়ে বিষয়টি সোমবার সকালে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানানো হয়। পরে তাদের পরামর্শ অনুযায়ী বেলকুচি উপজেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিলমহিষা গ্রামের ইসমাইলের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর ঘড়িয়ালের নমুনা সংরক্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে বিলমহিষা যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

Gharial-1

তিনি আরও জানান, যমুনার চরাঞ্চলের জেলেদের বন্যপ্রাণীর বিষয়ে সচেতন করতে হবে। গত শুক্রবার চৌহালীতে একটি ঘড়িয়াল আটক করা হয়। গত বছরও যমুনা নদীর নওহাটার পশ্চিম এলাকা থেকে একটি ঘড়িয়াল আটক করা হয়েছিল।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।