দিনাজপুরে করোনায় নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৩ নভেম্বর ২০২০
রহিমা খাতুন

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৪৫) নামে এক নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ছিলেন।

মৃত রহিমা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার মোল্লাপাড়া গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী। সংসার জীবনে এক কন্যাসন্তানের জননী ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাসহ নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এদের মধ্যে ইন্সট্রাক্টর রহিমা খাতুন ১৯ অক্টোবর করোনায় আক্রান্ত হন।

তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর ২০ অক্টোবর তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান অবস্থার অবনতি হলে তাকে করোনা ইউনিটের রেড জোনে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শেখ ফরিদপুর গোরস্থান মাদরাসা মাঠে জানাজা শেষে শেখ ফরিদপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, রহিমা খাতুন ছিলেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো নার্সের মৃত্যু হলো।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।