কিশোরগঞ্জে নকল ওষুধ তৈরি, ১০ লাখ টাকার রেনিটিডিন জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ নভেম্বর ২০২০
কিশোরগঞ্জে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান

কিশোরগঞ্জের বিসিক এলাকায় নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেনিটিডিন ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন রেনিটিডিন গ্রুপের বিভিন্ন নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল ইস্টবেঙ্গল ইউনানী ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠান।

গোপনে খবর পেয়ে মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সেখানে অভিযান চালান ওষুধ প্রশাসন অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। কারখানার বিভিন্ন কক্ষে ১৫-২০ জন নারী শ্রমিক দিয়ে তৈরি করা হচ্ছিল নকল ওষুধ। দীর্ঘদিন ধরে সুরক্ষিত বিসিক এলাকায় নকল ওষুধ তৈরি হলেও কিছুই জানতেন না বলে জানান বিসিকের কর্মকর্তারা।

কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. নূরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে এ কারখানায় নকল রেনিটিডিন ওষুধ তৈরি করে বিক্রি করা হচ্ছিল। এ সময় ১০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়। তবে কারখানার মালিককে আটক করা যায়নি। এ কারখানায় তৈরি নকল ওষুধ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত বলেন, অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

নূর মোহাম্মদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।