পুলিশের কল্যাণে বাড়িতে ফিরল মানসিক ভারসাম্যহীন মাহমুদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৪ নভেম্বর ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

মাহমুদা আক্তার (১৮) নামে ওই তরুণী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর বাঁশপুকুরিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে।

সোমবার রাতে ঘোড়াঘাট থানায় মা রোজিনা বেগমের কাছে মাহমুদা আক্তারকে হস্তান্তর করা হয়।

জানা যায়, থানা পুলিশের কাছে খবর আসে রোববার (১ নভেম্বর) বিকেল থেকে উপজেলার নূনদহ ঘাট এলাকায় এক তরুণী ছোটাছুটি করছে। তার আশপাশে বেশ কিছু যুবক ঘোরাফেরা করছে। খবর পেয়ে তাৎক্ষণিক রাত ৮টায় ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান এবং এএসআই আসমা খাতুন নূনদহ ঘাট এলাকা থেকে মাহমুদাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাহমুদা তার পরিচয় বা ঠিকানা বলতে পারছিল না। পরে থানা পুলিশের একান্ত প্রচেষ্টায় তার পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনকে খবর দিলে প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) রাতে তার মা মাহমুদাকে নিজ জিম্মায় নিয়ে যান।

মাহমুদার মা রোজিনা বেগম জানান, তার মেয়ে দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন। তাকে তিনবার বিয়ে দেয়া হয়েছে। কিন্তু মানসিক সমস্যার কারণে বেশিদিন সংসার পারেনি।

রোববার হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায় মাহমুদা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় মেয়েকে ফিরে পেলেন তারা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মেয়েটিকে অক্ষত অবস্থায় তার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। যেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, তার পাশেই ব্রিজের কাজ চলছিল। ব্রিজের কাজ করা বেশ কিছু শ্রমিক ও স্থানীয় কয়েকজন যুবক মেয়েটির আশপাশে ঘোরাফেরা করছিল। যথা সময়ে আমরা উদ্ধার করতে না পারলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।