কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ নভেম্বর ২০২০

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ওই কিশোরীকে উদ্ধারসহ সদর উপজেলার চকশ্যাম এলাকার নিজ বাড়ি থেকে ইউপি সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই কিশোরীকে সৌদি আরবে নিয়ে গিয়ে ভালো বেতনের চাকরির কথা বলেন দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম বেপারী আব্দুল কুদ্দুস।

ওই কিশোরী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে তিনি কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ও ওই বাড়িতেই আটকে রাখেন।

পরে সন্ধ্যায় কিশোরী বাড়িতে না ফিরলে তার ভাই র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে খঞ্জনপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষিতা কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চকশ্যাম এলাকার নিজ বাড়ি থেকে কুদ্দুসকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রাতেই কিশোরীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।

রাশেদুজ্জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।