বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন তিন শতাধিক মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িযা
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৭ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন। তার বাবা প্রয়াত হাফেজ আব্দুর রহিমের স্মরণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।

'আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন-সুস্থ জীবন উপভোগ করুন' স্লোগানে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ।

jagonews24

প্রয়াত হাফেজ আব্দুর রহিমের ছেলে আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিনুল পাভেল হক।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. আব্দুল মতিন ও দুই শিক্ষানবিশ চিকিৎসক রোগী দেখা শুরু করেন। এ সময় স্বেচ্ছাসেবীরা রোগীর ওজন মাপার পাশাপাশি তাৎক্ষণিক ডায়াবেটিকস পরীক্ষা করেন। এরপর রোগীদের পরাশর্মের জন্য ডা. আব্দুল মতিনের কাছে পাঠান স্বেচ্ছাসেবীরা। পরামর্শ দেয়ার পাশাপাশি রোগীদের রক্তচাপসহ বিভিন্ন রোগের ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় মেডিকেল ক্যাম্প থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।